স্ত্রী হত্যার দায়ে গাজীপুরে স্বামীর মৃত্যুদণ্ড

Slider বাংলার আদালত

স্টাফ করেস্পন্ডেন্ট গাজীপুর: গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. আনিছুর রহমান (৩৫) ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার সকালে আসামি উপস্থিতিতে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আনিছুর দিনাজপুরের ফুলবাড়ি থানার উত্তরকৃষ্ণপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।

গাজীপুরের আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম ও এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড় সদরের আমলাহার এলাকার মঞ্জুর হকের মেয়ে মৌসুমি আক্তারকে (২১) পারিবারিকভাবে বিয়ে করে আনিছুর রহমান। পরে তারা গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বালুরমাঠ বস্তি এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকত। ২০১৫ সালের ৫ আগস্ট সকালে সাড়ে ৮টার দিকে ভাড়া বাসায় স্বামী আনিছুর রহমান বটি দিয়ে কুপিয়ে মৌসুমিকে হত্যা করে। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেয়ার জন্য সে এলাকার লোকজনের কাছ থেকে টাকা উঠিয়ে এক মহিলা দিয়ে মৃত মৌসুমিকে গোসল করিয়ে মরদেহ নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আনিছুর রহমানকে গ্রেফতার করে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম রাসেল বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *