বাংলাদেশ বিশ্বের উন্নয়নের একটি রোল মডেল

জাতীয়

drজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কৃষিতে বাংলাদেশের সফলতার বিষয়ে বিশ্বের অন্যান্য দেশও এখন জানতে চাচ্ছে। বাংলাদেশ ১৬ কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশে চাল রফতানির চুক্তি করেছে। বর্তমান সরকারের সময় দেশের জন্য এটা একটি বড় অর্জন। কৃষিতে এ অজর্ন আমাদের দেশের কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফল।

বুধবার দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

স্পিকার বলেন, ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এ দেশ অনেক দূর এগিয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মূলমন্ত্র ছিলো দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে।

স্পিকার আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে গর্ব ভরে চির মহিমায় উজ্জ্বল একটি অবস্থান তৈরি করেছে। সিপিএ চেয়ারম্যান নির্বাচিত হওয়া আন্তর্জাতিক গণতান্ত্রিক ফোরামে বাংলাদেশের বিজয়। বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে একের পর এক আরও কয়েকটি বিজয় লাভ করেছে। যেটা আমাদের জন্য বড় অর্জন, বড় গৌরবের। এখন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল। এ বিজয়ের মূলে যারা রয়েছেন তারা হচ্ছেন বাংলাদেশের জনগণ। তারা তাদের শ্রম, প্রতিভা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

টুকুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিলুর রহমান মন্ডল, সহসভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, মোকাররম হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরে আলম যাদু, টুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল, আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম লাবলু, টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক-রবিউল ইসলাম রবি প্রমুখ।

তরুণ সমাজের কথা উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুন। তরুনরাই আমাদের শক্তি তারাই আগামী দিনের প্রজন্ম এবং নেতৃত্বের কাণ্ডারি এরাই হাল ধরবে। কাজেই তরুনদের জন্য সকল ধরনের শিক্ষা, তথ্য-প্রযুক্তি, কারিগরি প্রতিটি ক্ষেত্রে যথাযথ সুযোগ দিতে হবে। তাহলে তারা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। এর আগে সকালে স্পিকার পীরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোর কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে আলাদা আলাদা মত বিনিময় করেন। পরে উপজেলা চত্বরে নব নির্মিত আইসিটি কাম মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন উদ্বোধন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *