দূরপাল্লার বাস বন্ধ, পরিবহন শ্রমিকদের অবস্থান

Slider জাতীয়

ঢাকা: রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে সকাল থেকেই অবস্থান নিয়েছে পরিবহন শ্রমিকরা। একই চিত্র দেখা দেখা যায়, মহাখালি বাস টার্মিনালেও। সেখানেও ঢাকা থেকে সব দুরপাল্লার বাস বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। তাদের দাবি, নিরাপত্তাজনিত কারণেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজধানীর গাবতলী টার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে যায়নি সকালে।
এখনো সেখানে অবস্থা অপরিবর্তিত।

বেশ কয়েকজন পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিনে শিক্ষার্থীদের অবরোধের কারণে নিরাপত্তার অভাব দেখা দেয় বাস চলাচলে। তাই গতকাল বৃহস্পতিবারের মতো আজও দূরপাল্লার বাস বন্ধ রেখেছেন পরিবহন মালিক শ্রমিকরা। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া যাত্রী সাধারণ পড়েছেন ভোগান্তিতে। মহাখালি টার্মিনালে আসা রাশেদ নামের এক যাত্রী বলেন, টাঙ্গাইল যাবো বলে বেরিয়েছি। কিন্তু এখন দেখছি কোনো বাস ছাড়বে না। এভাবে কতদিন বন্ধ রাখবে। কেউ কিছু বলছেও না। এছাড়া যাত্রাবাড়ি, সায়েদাবাদ টার্মিনালেও দেখা গেছে, শত শত যাত্রী বাস ছাড়ার অপেক্ষায় বসে আছেন।
এদিকে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাস চলাচল বন্ধ রাখার পাশাপাশি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা কোনো রাজধানীতেও কোনো পরিবহন চলতে দিচ্ছেন না। এমনকি রিকশাও আটকে রাখছেন। পরিবহন শ্রমিকরা জানান, নিরাপত্তাহীনতার কারণে তারা গতকাল থেকে কোনো বাস চালাচ্ছেন না। অবস্থান নেয়া প্রসঙ্গে তারা আরো বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। কোনো হাঙ্গামা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *