শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পরিবেশ দূষণের অভিযোগে গেলি ইন্ডাস্ট্রিজ নামের একটি ব্যাটারী কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার কেওয়া পূর্বখন্ড এলাকায় ওই কাখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটির বিরুদ্ধে মারাত্বক পরিবেশ দূষণের অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কারখানাটিকে ৫০হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুরের পরিদর্শক মোজাহিদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সোহেল রানা বলেন, আমরা জরিমানা করে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সর্তক করেছি। অতি দ্রতূ কারখানটিকে পরিবেশবান্ধব করতে বলেছি। অন্যথায় আমার এটি বন্ধের ব্যবস্থা নেব।