চুয়াডাঙ্গায় ১১ হাজার ২০০টি ভারতীয় পটকা জব্দ

Slider গ্রাম বাংলা

175222_bangladesh_pratidin_Chuadanga_Bgb_13-07-18

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে অভিযান চালিয়ে ১১ হাজার ২০০টি ভারতীয় পটকা জব্দ করেছে।

শুক্রবার সকাল আটটায় বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।

জব্দ করা পটকার মূল্য সাত লাখ ২৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দর্শনা সীমান্তের টহল কমান্ডার শওকত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দামুড়হুদার ডুগডুগি বাজারে অভিযান চালায়। বাজারে পরিত্যাক্ত অবস্থায় ১১ হাজার ২০০টি ভারতীয় পটকা জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা ওই পটকা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে নিয়ে এসেছে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় পটকা ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *