বাইক দুর্ঘটনায় আহত অভিনেতা জর্জ ক্লুনি

Slider বিনোদন ও মিডিয়া
VENICE, ITALY - SEPTEMBER 02: George Clooney  walks the red carpet ahead of the 'Suburbicon' screening during the 74th Venice Film Festival at Sala Grande on September 2, 2017 in Venice, Italy.  (Photo by Vittorio Zunino Celotto/Getty Images)
VENICE, ITALY – SEPTEMBER 02: George Clooney walks the red carpet ahead of the ‘Suburbicon’ screening during the 74th Venice Film Festival at Sala Grande on September 2, 2017 in Venice, Italy. (Photo by Vittorio Zunino Celotto/Getty Images)

স্কুটার দুর্ঘটনায় আহত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক জর্জ ক্লুনি। মঙ্গলবার (১০ জুলাই) ইতালির সার্দিনিয়া আইল্যান্ডে তার সবশেষ টিভি সিরিজ ‘ক্যাচ-২২’র চিত্রগ্রহণের সময় এ দুর্ঘটনা ঘটে।

ইতালির সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর কোনো আঘাত না পেলেও, হাঁটুতে চোট পেয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোসেফ হেলারের ক্লাসিক উপন্যাস ‘ক্যাচ-২২’ অবলম্বনে নির্মিত হচ্ছে টিভি সিরিজটি। ছয় পর্বের এই টিভি সিরিজটি ২০১৯ এ যুক্তরাষ্ট্রের হুলু, যুক্তরাজ্যের চ্যানেল ফোর এবং ইতালির স্কাই ইতালিয়া চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *