নতুন ছবি ‘সত্যমেব জয়তে’র একটি গানে তাঁর চোখ ঝলসানো পারফরম্যান্স সবাইকে একরকম নাড়িয়ে দিয়েছে। গত ৩ জুলাই মুক্তি পাওয়া গানটির মিক্স ভার্সন ইতিমধ্যে প্রায় ৭ কোটি মানুষ দেখে ফেলেছেন। যাঁরা দেখেছেন, তাঁরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
১৯৯৯ সালের ‘সির্ফ তুম’ ছবির ‘দিলবার’ গানে সুস্মিতা সেনের অনবদ্য পারফরম্যান্সকে টপকে গেছেন নোরা ফাতেহি- এমনটাই অভিমত ব্যক্ত করেছেন অনেকে। যদিও এ কথা মানতে নারাজ অন্য পক্ষ। তাঁদের কথা- যে যাঁর মতো পারফরম করেছেন।
যাই হোক, সাম্প্রতিক খবর হলো, আরেকটি আইটেম গানের জন্য প্রস্তুতি শুরু করেছেন এই ভারতখ্যাত বেইলি ড্যান্সার। ছবিটি হলো রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের ছবি ‘স্ত্রী’।
সোশাল মিডিয়াতে ডান্স ভিডিও প্রকাশের বদৌলতে যথেষ্ট জনপ্রিয় এই মরক্কোর বংশোদ্ভূত কানাডিয়ান সুপার মডেল।
একটি সূত্র জানায়, স্ত্রী একটি গরর-কমেডি ছবি। সুতরাং এই গানটিতে একটু অন্যরকম কিছু তো থাকবেই। একটু আলাদা ঢঙে সাজানো গানটিতে নোরার সাথে পারফরম করবেন রাজকুমার রাও। তাঁরা ইতিমধ্যে ভূপালে গানটির শুটিং শেষ করেছেন।
সূত্র : ডিএনএ