লালমনিরহাটে ৫৯টি ভারতীয় গরু জব্দ

Slider গ্রাম বাংলা

101517_bangladesh_pratidin_lalmon

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৫৯টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত সেই ৫৯টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়। টাস্কফোর্সের এ অভিযানে অংশ নেন বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মহিউস সুন্নাহ, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী, মোস্তাক হোসেন, পাটগ্রাম পৌরসভার কাউন্সিলর মজিদুল ইসলাম প্রমুখ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে চোরাইপথে ভারত থেকে গরু নিয়ে এসেছে। এমন খবরে রসুলগঞ্জ বাজারের বাইপাস রোডের পাশে সোবহান ও আজগার আলীর বাড়িতে অভিযান চালায় টাস্কফোর্স কমিটি। এসময় গরু ও বাড়ির মালিক পালিয়ে গেলেও ৫৯টি গরু জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *