ঢাকায় সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রবিবার সচিবালয়ে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠক শেষে দুজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। তবে বৈঠকে তাদের কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনো জানানো হয়নি।
গতকাল শনিবার বিকালে ঢাকা পৌঁছান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মূলত রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিনে দেখার জন্যই তিনি বাংলাদেশ সফরে এসেছেন।