ভোট গ্রহণ বন্ধের দাবি হাসান সরকারের

Slider টপ নিউজ

123009_H-Sa
গাজীপুর: শতাধিক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টেদের বের করে দেয়া হয়েছে। এ অভিযোগ করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

মঙ্গলবার দুপুর ১টায় গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এসময় তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ করার দাবি করে বলেন, ভোটে কি হয়েছে তা জাতি দেখেছে, সমগ্র বিশ্ব দেখেছে। নির্বাচন কমিশনের যদি লজ্জা থাকে তাহলে তারা পদত্যাগ করবেন। তিনি আরও বলেন, ‘সকাল থেকে এ পর্যন্ত শতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সীল মারা হয়েছে।

তাই নির্বাচন বন্ধ করতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আমি এখনই লিখিত আবেদন করব। নির্বাচন বর্জন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি নির্বাচন বর্জন করব না। তবে নির্বাচন কমিশনকে বলছি তারা যেন নির্বাচন বন্ধ করেন। নইলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *