জাকারিয়া, গাজীপুর অফিস: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম।
আজ সকাল ৯টার পর তিনি কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এসময় তিনি বলেন, নির্বাচিত হলে গাজীপুরবাসীর অধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো। গাজীপুরকে পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলবো। আওয়ামী লীগ প্রার্থী আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। বিএনপির প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে। নির্বাচনের ফল মেনে নেয়ার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। একজন রাজনীতিবিদ হিসেবে জনগণ যে রায় দেবে তা মেনে নেব।