নেত্রকোনা মুক্ত দিবস ৯ ডিসেম্বর

সারাদেশ

Netrokona_Mukto_489619074নেত্রকোনা: নেত্রকোনা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ৯ ডিসেম্বর।
মহান একাত্তরের এ দিনে নেত্রকোনা শহরকে হানাদার মুক্ত করতে গিয়ে মুক্তিযোদ্ধারা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলেন। মুক্তিসেনাদের চর্তুমুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী শহর ছেড়ে পালিয়ে যেতে উদ্যত হয়। তবে পালানোর পথে মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন কৃষি ফার্ম এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের মরণপণ লড়াই হয়।
এ সম্মুখ সমরে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (আবু খাঁ), মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এবং মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক (সাত্তার) শহীদ হন। শেষ পর্যন্ত বীর মুক্তিসেনাদের সঙ্গে টিকতে না পেরে লড়াই ছেড়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। নেত্রকোনা শহর হয় পাক হানাদার মুক্ত। মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করে স্বাধীন বাংলার সবুজ জমিনে লাল সূর্য খচিত পতাকা উত্তোলন করে নেত্রকোনা শহরকে মুক্তির ঘোষণা দিয়ে বিজয় উল্লাস করের। শত শত মুক্তিকামী জনতা রাস্তায় নেমে এসে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানান।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন জানান, হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় ৠালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *