নেত্রকোনা: ডাকাতদলের গুলিতে আহত হওয়ার চার দিন পর মারা গেলেন কেন্দুয়া পৌর সদরের ব্যবসায়ী বিকাশ এজেন্ট এনামুল হক (৩৮)।
সোমবার (৮ডিসেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ডাকাত দলের আক্রমণের শিকার হন ব্যবসায়ী এনামুল। পথরোধ করে সঙ্গে থাকা তিন লাখ টাকা ও কয়েকটি মোবাইল সেট লুটের সময় তিনি বাধা দিলে ডাকাতরা তার বুকে ও হাতে একাধিক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সমরিতায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিসিইউ) রাখা হলেও রাতে তিনি মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় শনিবার রাতে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন তালুকদার দোলনসহ নয় জনকে আসামি করে মামলা দায়ের করেন এনামুলের বড় ভাই আব্দুল কাদের গনি। মামলার পর সোমবার দুপুরে ছাত্রলীগ কর্মী শামীম (২৪) ও চয়নকে (২২) পুলিশ আটক করে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এস আলম ও অতিরিক্ত পুলিশ সুপার সাদিরা খাতুন রাতে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। থানার ওসি অভিরঞ্জন দেব মামলাটির তদন্ত করছেন।