ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

Slider গ্রাম বাংলা

211649_bangladesh_pratidin_Untitled-9

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষিকা আকলিমা আক্তার (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের নান্দাইল উপজেলার সাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আকলিমা নান্দাইল উপজেলার কারুয়া গ্রামের নূরুল আমিনের মেয়ে। তিনি কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ছিলেন।

স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জের স্বামীর বাড়ি থেকে বেড়াতে একটি সিএনজিচালিত অটোরিকশা করে মা, স্বামী ও দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ি নান্দাইলে আসছিলেন আকলিমা। এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সাভার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকলিমা ও তার স্বামী দেলোয়ার হোসেন দোলন গুরুতর হন। এছাড়া দুই ছেলে রাদ ও জাহিদ আঘাত পায়।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে আকলিমার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *