স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে আল কোরআন একাডেমী লন্ডন এর উদ্যোগে ফ্রি পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সালাম পত্রিকার সম্পাদক নুরুল আলম এর সঞ্চালনায় – অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডন এর চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুরাআন আল্লাহর বাণী, এটা পড়তে হবে, বুঝতে হবে এবং আমল করার সাথে সাথে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়াও আমার আপনার দায়িত্ব। অতিথি এই মহতী অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ মসজিদ কমিটির সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তাদের স্ব স্ব এলাকায় ফ্রি কোরআন বিতরণের জন্য উৎসাহিত করেন। উপস্থিত মুসল্লিদের মাঝে কোরআন বিতরণের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।