মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বোল্ট

Slider খেলা

164349bolt_kalerkantho_pic

ট্র্যাক থেকে অবসর নেওয়ার পর ফুটবলের দিকে ঝুঁকেছেন জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট। ফুটবল নিয়ে তার বিরাট আগ্রহ। খেলতে চান ম্যানঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে। চলতি রাশিয়া বিশ্বকাপে তার ফেবারিট দল আর্জেন্টিনা। আরও নির্দিষ্ট করে বললে, ফুটবল জাদুকর লিওনেল মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চান ‘জ্যামাইকান বজ্র-বিদ্যুৎ’।

আর্জেন্টিনার কঠিন ভক্ত বোল্ট বলেন, ‘আর্জেন্টিনার বড় ভক্ত আমি। মেসি দুর্দান্ত খেলোয়াড়। তার হাতে এবারের বিশ্বকাপের ট্রফি দেখতে চাই আমি।’

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। চলমান আসরেও আর্জেন্টিনা ভালো ফল করবে বলে দৃঢ়বিশ্বাস অলিম্পিকে রেকর্ড স্বপ্নপদক জয় করা বোল্ট, ‘গত আসরে আমার পছন্দের দলটি দুর্দান্ত ফুটবল খেলেছে। ফাইনালেও ভালো খেলেছে তারা। কিন্তু ভাগ্য সাথে না থাকায় তাদের হারতে হয়েছে।’

এবারও ফাইনালে উঠবে আর্জেন্টিনা এবং আর শিরোপা হাতছাড়া করবে না বলে আত্মবিশ্বাসী বোল্ট। আর্জেন্টিনা তার নিজ দেশের দল না হলেও, মেসির দলকে ‘আমরা’ সম্বোধন করে বোল্ট বলেন, ‘যদি ভালো খেলতে পারি তবে আমার মনে হয়, আমাদের ভালো সুযোগ রয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠবে এবং এবার বিশ্বকাপ জিতবে।’

বিশ্বকাপে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সম্ভাবনা কতটুকু দেখছেন, এমন প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘নেইমার দলে ফিরেছে। সে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছে। বিশ্বকাপ দারুণ জমবে। কিন্তু কাপটা আমরাই (আর্জেন্টিনা) হয়তো জিতে নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *