সিঙ্গাপুর পৌঁছেছেন ট্রাম্প

Slider বিচিত্র

202421_bangladesh_pratidin_trumppppppp

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে ঐতিহাসিক বৈঠক উপলক্ষে সিঙ্গাপুর পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান।

আগামী ১২ জুন বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কানাডায় জি-সেভেন সম্মেলন শেষ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন ডোনাল্ড ট্রাম্প।

কিম আসলে ব্যক্তিগত উড়োজাহাজে সিঙ্গাপুরে গেছেন নাকি এয়ার চায়নার একটি ফ্লাইটে, তা নিয়ে এর আগে রহস্য তৈরি হয়েছিল।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছেন, এয়ার চায়না-৭৪৭ নামের একটি জাম্বো জেট উড়োজাহাজ চাঙ্গিতে অবতরণ করার কিছুক্ষণ পরই বিমানবন্দর থেকে একটি রাষ্ট্রীয় গাড়িবহর বেরিয়ে যেতে দেখা যায়।

১২ জুনের বৈঠকটি হবে নর্থ কোরীয় কোনো নেতার সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *