সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার প্রথমে ১০ নারীকে দেয়া হলো লাইসেন্স।
সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি সরকার গাড়ি চালাতে নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর লাইসেন্স দেয়া শুরু করেছে। আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা গাড়ি চালাতে পারবেন।
দেশটির তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) জানিয়েছে, গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণের মাধ্যমে ১০ সৌদি নারী নতুন ইতিহাস রচনা করেছেন। পরবর্তী সপ্তাহে দুই হাজার নারী এই তালিকায় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
লাইসেন্স পাওয়ার পর রেমা জাওয়াদ নামের এক নারী বলেন, আমার স্বপ্ন সত্য হয়েছে। আমি নিজ দেশে গাড়ি চালাতে পারবো।
২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একটি রাজকীয় ডিক্রি জারি করে ইসলামিক আইন অনুসারে নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন। যেটা চলতি মাসের ২৪ তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। এর আগে সৌদিতে নারীরা গাড়ি চালাতে পারতেন না।