ঢাকা: সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আরো ৯ ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশের ছয় জেলায় এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক চোরাকারবারে জড়িত ছিল। পুলিশের এ অভিযানে গুলিতে ফেনী, মাগুরা ও কুমিল্লায় দু’জন করে এবং ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে একজন করে নিহত হয়েছেন। এ নিয়ে গত ছয় দিনে অন্তত ৪৪ ব্যক্তির মৃত্যু হয়েছে যাদের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ ও র্যাবের দাবি।
তবে বিভিন্ন সময়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ-ধরে নিয়ে হত্যা করা হয় তাদের স্বজনদের।
মানবাধিকার সংগঠনগুলো এসব বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যা’ হিসেবে বর্ণনা করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে। এদিকে সংশয় প্রকাশ করে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন মানবাধিকারকর্মীরা।।