সুন্দরবনের ৬ দস্যু বাহিনীর ৫৭ জনের আত্মসমর্পণ

Slider খুলনা

557c2aca95071a1217de34a6a3c2796c-5b05535250d98

সুন্দরবনের ছয় বনদস্যু বাহিনীর ৫৭ জন সদস্য অস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার দুপুরে খুলনার লবণচরা এলাকার র‍্যাব-৬ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তাঁরা অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

র‍্যাব-৬-এর অধীনে দাদা ভাই বাহিনীর ১৫ জন, হান্নান বাহিনীর ৯ জন, আমির আলী বাহিনীর ৭ জন এবং র‍্যাব-৮-এর অধীনে সূর্য বাহিনীর ১০ জন, ছোট সামসু বাহিনীর ৯ জন, মুন্না বাহিনীর ৭ জন দীর্ঘদিনের দস্যুজীবন ছেড়ে স্বাভাবিক ও সুন্দর জীবনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫৮টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ২৮৪টি গুলি জমা দেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে জঙ্গি, মাদক ও জলদস্যু-বনদস্যুমুক্ত করতে হবে। আর এ প্রত্যয়ে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। শিগগিরই সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে হলে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি তিন হাজারের অধিক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে এর আগে বিভিন্ন সময় র‍্যাবের কাছে আত্মসমর্পণ করা জলদস্যু ও বনদস্যু বাহিনীর ৫৮ জনকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. মোজাম্মেল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, নৌ পুলিশের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, র‍্যাব-৮-এর অধিনায়ক আতিকা ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান ও খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

র‍্যাব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, পুলিশ, কোস্টগার্ড, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *