আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে আবারও ব্রাহ্মোস মিসাইলের সফল উৎক্ষেপ করল ভারত।
ওড়িশার উপকূল থেকে সোমবার সকালে উৎক্ষেপণ করা হয় ওই সুপারসনিক ক্রুজ মিসাইল। ডিআরডিও’র পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ডিআরডিও’র এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই মিসাইলের ক্ষেত্রে। এতে ব্রাহ্মোস মিসাইলের খরচ অনেক কমে যাবে।
উল্লেখ্য, আগামী এক দশকের মধ্যেই ব্রাহ্মোসের গতি হবে ‘ম্যাক ৭’ (শব্দের চেয়ে সাতগুণ দ্রুত) অর্থাৎ ৫,৩৭০ মাইল প্রতি ঘণ্টা। মিসাইলকে হাইপারসনিক করতে আরও সাত থেকে ১০ বছর সময় লাগবে বলে জানা গেছে।
বর্তমানে মিসাইলটি ম্যাক ২.৮ গতি তুলতে পারে। আগামী পাঁচ বছরের মধ্যে তা ম্যাক ৩.৫ গতি তুলতে সক্ষম হবে।
সুধীর বলেন, ম্যাক ৫ গতি তুলতে হলে বর্তমান ইঞ্জিনে কারিগরি বদল আনতে করতে হবে। আর ম্যাক ৭ পর্যায়ে যেতে হলে উন্নতমানের ইঞ্জিন বসাতে হবে।