গাজীপুরে ৫টি আবাসিক হোটেলে অভিযান, ১৯ নারী-পুরুষের দন্ড

Slider ফুলজান বিবির বাংলা

33076245_2040235139559256_5561676546000814080_n

গাজীপুর: গাজীপুরের বোর্ড বাজারের ময়নামতি আবাসিক, টঙ্গীর কাজী মার্কেটের মুন স্টার, হাজী জলিল মার্কেটের অনামিকা, বন্ধু, এবং সানমুন মোট ০৫টি আবাসিক হোটেলে আজ দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন। এ সময় ১৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।

সোমবার গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করেন গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বি, এম, কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহরীন মাধবী, জনাব রাসেল মিয়া এবং জনাব জুবের আলম।

এসব হোটেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ অবাধ যৌনাচার বিপণনের অভিযোগ রয়েছে। অভিযানে আটককৃত ১৯ জনের (১৩ জন পুরুষ এবং ৬ জন নারী) ১৭ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ককরা হয়। একই সাথে অন্য ০২ জনকে গাজা সেবন ও বহনের দায়ে ০৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি হোটেলের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *