কর্নাটকে সরকার গড়ল বিজেপি, নতুন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

Slider বিচিত্র

110729_bangladesh_pratidin_pix_BS_Yeddyurappa

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একক বৃহত্তম দল হিসাবে কর্নাটকে সরকার গঠন করল বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বি.এস.ইয়েদুরাপ্পা (৭৫)। তিনি হলেন রাজ্যটির ২৩তম মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বজুভাই বালা।

তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি.নাড্ডা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সংসদীয় মন্ত্রী অনন্ত কুমারসহ রাজ্যের বিজেপি বিধায়করা উপস্থিত থাকলেও ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহরা। অন্যদিকে শপথগ্রহণ চলাকালীন রাজভবনের বাইরে বিক্ষোভ দেখায় বিরোধী দল কংগ্রেস ও জনতা দল সেকুলার।

কর্ণাটকে বিজেপি সরকারের গঠনের মধ্যে দিয়ে ভারতীয় মানচিত্রের রঙ আরও গেরুয়া হয়ে গেল। দেশটির ২৯ টি রাজ্যের মধ্যে ২২টিতেই সরকার গড়ল বিজেপি বা বিজেপি’র জোট। অন্যদিকে পাঞ্জাব, মিজোরাম এবং পুডুচেরিতে-এই তিন রাজ্যে ক্ষমতায় রইল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *