শিক্ষক ছাত্রকে পেটায় এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু কখনো কি শুনেছেন ছাত্র-শিক্ষকের মারামারির কথা? যুক্তরাষ্ট্রের একটি স্কুল এমনটিই ঘটেছে। আর এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় হঠাৎ ক্লাশ শিক্ষকের দিকে তেড়ে যায় এক ছাত্র। সে ওই শিক্ষকের বুকে ধপাস করে আঘাত করে। জবাবে ওই ছাত্রকে এবার ধাক্কা দিয়ে ফেলে দেন শিক্ষক। ওই অবস্থা থেকে উঠে শিক্ষককে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে ওই শিক্ষার্থী। উপায়হীন হয়ে শিক্ষক তার ছাত্রকে উপরে তুলে ধরেন দু’হাতে। এতে তার মাথা চলে যায় নিচের দিকে।
এ অবস্থায় তাকে একটি টেবিলের ওপর ছুড়ে মারেন শিক্ষক। সঙ্গে সঙ্গে শ্রেণিকক্ষের ভিতর আর্তনাদের শব্দ শোনা যায়। সেই শব্দ ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপেও উঠে এসেছে। শেষ পর্যন্ত ছাত্র-শিক্ষকের ওই মারামারিতে হস্তক্ষেপ করে ক্লাশের অন্য শিক্ষার্থীরা। তারা দু’জনকে নিবৃত করে।