প্রজ্ঞাপনের দাবিতে চবিতে ট্রেন অবরোধ, রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

Slider রাজশাহী

117332_staol

ঢাকা:কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা নগরের ষোলশহর স্টেশনে অবস্থান নেয়। তারা রেললাইন অবরোধ করে রাখে। সকাল ৮টার ট্রেন ক্যাম্পাস উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে বন্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় রোডে শাটল ট্রেন চলাচল।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, তাদের বুঝিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্টেশন চত্বরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা আমাদের অনুরোধ মানছেন না।
এদিকে রাবিতে অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না, ক্যাম্পাসেও শিক্ষার্থীর উপস্থিতিও কম।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের বাস স্টেশনে অবস্থান নিয়েছে। বন্ধ রয়েছে ক্যাম্পাসের সব বাস চলাচল।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্ববায়ক আনোয়ার হোসাইন বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-বর্জনের কর্মসূচি অব্যাহত রাখবো। আমাদের এ আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবির সমন্বয়ক মাসুদ মোন্নাফ বলেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী রাবিতে স্বতঃস্ফূর্তভাবে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে ক্লাস হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *