যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অনলাইনে শিশুদের নিরাপত্তা বিষয়ে নকল বুকলেট প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে। তার প্রকাশিত বুকলেটটি চার বছর আগে ওবামা প্রশাসনের সময় বের করা একই বিষয়ক একটি বুকলেটের সঙ্গে হুবহু মিলে গেছে। খবর বিবিসির।
সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ‘টকিং উইথ কিডস অ্যাবাউট বিয়িং অনলাইন’ নামে একটি বুকলেট প্রকাশ করেন মেলানিয়া। কিন্তু ওই বুকলেটের সাথে ওবামার সময়কার বুকলেটের আকারেই শুধু নয়, লেখাতেও রয়েছে অনেক মিল। আর এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে ট্যুইটারে।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনি ‘বি বেস্ট’ বলে যে প্রচারণার উদ্যোগ নিয়েছেন, সেটির উদ্দেশ্য শিশুদের সামাজিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়া।