ডেস্ক: চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ভ¬াদিমির পুতিন। আগামী ছয় বছর রাশিয়া শাসন করবেন তিনি। সোমবার রাজধানী মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত টানা ১৮ বছর ধরে কখনো প্রেসিডেন্ট আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বহাল ছিলেন পুতিন। মার্চ মাসে ৭৬ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয় লাভ করেন পুতিন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কম্যুনিস্ট পার্টির পাভেল গ্রুদিনিন পেয়েছিলেন ১১.৮ শতাংশ ভোট।
শপথ অনুষ্ঠানে দেয়া এক ভাষণে পুতিন বলেন, আমি আপনাদের এটা নিশ্চিত করে বলতে পারি যে, আমার জীবনের লক্ষ্য, আমার কাজ হবে আগের মতই আমার জন্মভ’মি ও এর মানুষের সেবা করা। রোববার সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার নতুন শাসনামলের প্রধান লক্ষ্য ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন পুতিন। তিনি বলেন, সব মিলিয়ে আমাদের প্রধান কাজ হচ্ছে আগামী কয়েক বছরে নাগরিকদের উপার্জন সত্যিকার অর্থে বৃদ্ধি করা।