পাঁচজেলায় বজ্রপাতে নিহত ৮

Slider জাতীয়

115473_bojro

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালবৈশাখীর ঝড়ের সময় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া ও তারাব পৌরসভার তেতলাবো এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া জানান, দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে রফিকুল ইসলাম(৩৪) ও ভোলাব মোল্লা বাড়ীর কামাল মোল্লার ছেলে হাসেম মোল্লা(১৭) জমি থেকে ধান কাটতে যায়। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

অপরদিকে, একই সময় তারাব পৌরসভার তেতলাবো এলাকার জলিল শেখের ছেলে ও স্থানীয় তেতলাবো আদর্শ বিদ্যা নিকেতনের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফরহাদ শেখ(১৪) বাড়ীর পাশে মাছ ধরতে গেলে বজ্রপাতে সে নিহত হয়।

জামালপুরেরে ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- ইসলামপুর উপজেলার দক্ষিণ চিনাডুলি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে বকুল মিয়া (২২) ও সরিষাবাড়ি উপজেলার শিবপুর গ্রামের আলেপ উদ্দিন ম-লের ছেলে হাবিবুর রহমান (৩৬)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, জমিতে ধান কাটার সময় সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান।
অপরদিকে উলিয়া পাইলিং ঘাটে ঘাস কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন বকুল।

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামখলা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো. ইয়াহিয়া আহমদ (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ সকালে বজ্রপাতে তার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি কানাইঘাট উপজেলার রায়পুর গ্রামের ইলিয়াছ আলীর পুত্র। এ সময় আব্দুল্লাহ নামে আরো একজন ধান কাটার শ্রমিক আহত হয়।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউগ্রামে মতিন শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিন ওই গ্রামের মতু শেখের ছেলে।

রাজশাহীর পুঠিয়ায় বজ্রপাতে ইয়াকুব (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বানেশ্বর ইউনিয়নের সাবাজপুর এলাকার একটি মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ইয়াকুব বানেশ্বর ইউনিয়নের নওদাপাড়া এলাকার হারেজ ঠাটারুর ছেলে। সকালে বেগুনের জমিতে বিষ স্প্রে করার সময় বৃষ্টিপাত শুরু হয়। সেসময় বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *