‘চীন রাশিয়া ভারত জাপানের বড় ভূমিকা চায় বাংলাদেশ’

Slider সারাদেশ

115467_pm3

ঢাকা:রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীন রাশিয়া ভারত জাপানের বড় ভূমিকা চায় বাংলাদেশ। সকালে গণভবনে ঢাকা ছেড়ে যাওয়ার পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি বাংলাদেশের এই প্রত্যাশার কথা তুলে ধরেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের বলেছেন, চীন, রাশিয়া, ভারত ও জাপান এই সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমরা প্রত্যাশা করি।

প্রেস সচিব বলেন, বৈঠককালে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর জোরালো চাপ সৃষ্টির জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তাছাড়াও প্রধানমন্ত্রী এ সমস্যার সমাধান নিয়ে চীন, ভারত, থাইল্যান্ড, লাওসসহ মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার কথাও তুলে ধরেন।

গণভবনের এই বৈঠকে নিরাপত্তা পরিষদ সদস্যদের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *