পঞ্চায়েত নির্বাচনে বাংলাদেশকে ব্যবহার করছে বিজেপি

Slider ফুলজান বিবির বাংলা

114852_dilip-ghosh-2

ঢাকা: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের মেনিফেস্টোতে বাংলাদেশকে ব্যবহার করছে ভারতে ক্ষমতাসীন বিজেপি। পশ্চিমবঙ্গে ‘শৃংখলার বালাই নেই’ (ললেসনেস) বুঝাতে তারা ব্যবহার করছে বাংলাদেশী সহিংসতার কিছু ছবি। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের মেনিফেস্টো ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাতে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনার ছবি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি ছবি ব্যবহার করা হয়েছে ২০১৩ সালের। এ ছবিটি বার্তা সংস্থা এএফপির।

এতে দেখা যায় একটি জ্বলন্ত গাড়ির পাশে দাঁড়িয়ে আছে দু’যুবক। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার চলাকালে যখন সহিংসতা চলছিল তখন তোলা হয়েছিল ওই ছবি। অন্য একটি ছবি ব্যবহার করা হয়েছে। তাতে দেখানো হয়েছে হিন্দুদের মূর্তিকে অপবিত্র করা হয়েছে। বিজেপি দেখাতে চেয়েছে এসব ঘটেছে পশ্চিমবঙ্গে। কিন্তু আসল সত্য তা নয়। মূর্তিকে অপবিত্র করার ঘটনা ঘটেছিল বাংলাদেশের নরসিংদীতে এবং তা ঘটে ২০১৬ সালে। সেই ছবিই ব্যবহার করেছে বিজেপি। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের মেনিফেস্টোতে বাংলাদেশে সংঘটিত সহিংসতার ছবি প্রকাশ করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি। এসব ছবি ব্যবহার করে বোঝানোর চেষ্টা হয়েছে যে, পশ্চিমবঙ্গেও হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার। বিতর্কের জবাবে বিজেপির রাজ্য প্রধান বলেছেন, এসব ছবি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এ জন্য যাকে দায়িত্ব দেয়া হয়েছিল তিনি হয়তো ভুল ছবি ডাউনলোড করেছেন। দিলীপ ঘোষ বলেন, ওই ছবি কোথা থেকে নেয়া হয়েছে সুনির্দিষ্টভাবে আমরা তা জানি না। আমাদের মেনিফেস্টোতে বহু ছবি আছে। এর মধ্য দিয়ে আমরা অনেক কিছু বোঝাতে চেয়েছি। এসব ছবি প্রতীকী। এমন ছবি যাকে ডাউনলোড করতে দেয়া হয়েছিল হতে পারে তার কোনো ধারণা ছিল না এ বিষয়ে যে, কোথা থেকে এসব ছবি নেয়া হচ্ছে। তাই তিনি হয়তো ভুল ছবি ব্যবহার করেছেন। এ বিষয়ে দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হয়েছিল তাদের মেনিফেস্টো থেকে ওইসব চবি প্রত্যাহার করা হবে কিনা। জবাবে তিনি বলেন, এরই মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিই নি। বিষয়টি দেখছি আমরা। ওদিকে পুলিশ সূত্র বলেছে, এ ঘটনায় দিলীপ ঘোষ ও অন্যদের বিরুদ্ধে নেতাজী নগর পুলিশ স্টেশনে মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। তবে পুলিশ এখনও ওই অভিযোগকারীর নাম প্রকাশ করে নি। পশ্চিমবঙ্গের মন্ত্রী অরুপ রায় বলেছেন, বিজেপি আসলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *