গাজীপুর: গাজীপুর সিটি নির্বাচনে দুইজন মেয়র প্রার্থী সহ ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর ৩১ জন ও নারী কাউন্সিলর ৩ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ছিল।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারসহ মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮১ প্রার্থীর প্রতিদ্বন্ধিতার করছেন।
তবে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ছানাউল্লাহ বিএনপি প্রার্থীর সমর্থনে ও জাসদের প্রার্থী রাশেদুল আলম রানা আ:লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাতজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্ধিতার করছেন।
আগামীকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
নির্বাচনে ৪২০টি কেন্দ্রে ১১ লাখ ৩৮ হাজার ২০৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৫ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।