এবার মুসলিম পোশাকে র‍্যাম্পে হাঁটলেন মডেলরা

Slider লাইফস্টাইল

ramp

প্রতি বছরের মতো এ বছরও মুসলিম ফ্যাশন ফেস্টিভাল’১৮ আয়োজন করেছে ইন্দোনেশিয়া সরকার।। এই মুসলিম ফ্যাশন ফেস্টিভালে মুসলিম নারীদের ঐহিত্যবাহী বিভিন্ন পোশাকে নিজেদের উপস্থাপন করছেন মডেলরা। ১৯ এপ্রিল বৃহস্পিতবার থেকে শুরু হওয়া আজাং তাহুনান মুসলিম ফ্যাশন ফেস্টিভাল’১৮ শেষ হয়েছে গতকাল ২২ এপ্রিল রোববার। খবর সিনহুয়া।

জাকার্তা কনভেনশন সেন্টারে আয়োজিত এ ফ্যাশন ফেস্টিভালে শতাধিক ডিজাইনারের চার শতাধিক ব্রান্ডের পোশাক পরে ‍র‍্যাম্পে হাঁটেন মডেলরা। এছাড়া পোশাকের প্রদর্শনী, পোশাক বিষয়ে টকশোসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে এই ফ্যাশন ফেস্টিভালে।

এটি ইন্দোনেশিয়া সরকারের বার্ষিক মুসলিম ফ্যাশন ইভেন্ট। আর এই ফ্যাশন ফেস্টিভালের লক্ষ্য স্থানীয় মুসলিম ফ্যাশন শিল্পের মাধ্যমে দেশটির অর্থনীতিকে শক্তিশালী করা। এমন আয়োজনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় মুসলিম ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রসার লাভ করেছে। ইন্দোনেশিয়াকে বিশ্বের মুসলিম ফ্যাশন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এ ফ্যাশন শোয়ের আয়োজন করে দেশটির সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *