নোয়াখালীতে হামলা, ভাংচুর, লুট, মা-মেয়ের শ্লীলতাহানি

Slider নারী ও শিশু

114194_noa

নোয়াখালী: সুধারামে বসত বাড়ীতে ‘নীরব বাহিনীর সন্ত্রাসী হামলা, ভাংচুর, ২ লক্ষাধিক টাকা লুট, মা- মেয়ের শ্লীলতাহানির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৯ জন।

ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলা সদর থানার পশ্চিম এওজবালিয়া গ্রামের আব্দুস সাত্তার বিজিবি’র বাড়ীতে আজ সকাল সাড়ে ১১টায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সুবর্ণচর উপজেরার চরজব্বর থানার নীরব বাহিনীর নেতৃত্বে মোজাম্মেল, রহিম, আনোয়ার, শান্ত, বকুল ও জহুরাসহ ১২ জন সন্ত্রাসী উক্ত বসত ঘরে মার মার ডাক দিয়ে বর্গীর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা লোহার রড, লাঠি, ঢাল, সূড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে বসত ঘরে হামলা, ভাংচুর ও লুতটরাজ করে। ঘটনা চলাকালে তাদের আরেকটি গ্রুপ পুকুরে জাল ফেলে মাছ লুট করার চেষ্টা করে।

এসময় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে গৃহবধু পারভীন আক্তার ওএসএসসি পরীক্ষার্থী নুপুর আক্তারকে সেলোয়ার কামিজ টানা হেঁছড়া করে শ্লীলতাহানি করে। এ ঘটনা চলাকালে ইসমাইল হোসেন, মো: আনোয়ার হোসেন, ইসমাইল, আবুল মাষ্টার, ফাতেমা বেগম, নাসরিন, সাত্তার ও রায়হানসহ ৯ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়েকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা স্বর্ণালংকার, মোবাইল, নগদ টাকাসহ ২ লাখ ২২ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে গৃহবধু পারভীন আক্তার বাদী হয়ে সুধারাম মডেল থানায় একডজন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মামলা করে।

তদন্তকারী এস.আই ইমতিয়াজ জানায়, আসামী মোজাম্মেল হোসেন ও আবদুর রহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *