কুড়িগ্রামে নারী-পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠায় গণসমাবেশ

Slider রংপুর

IMG_20180419_182119

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সমমর্যাদার সাথে নারীর জীবন পরিবর্তনের এখনই সময়’ এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে উলিপুর উপজেলার তবকপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, তবকপুর ইউনিয়ন পরিষদ ও এমজেএসকেএস নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্প যৌথভাবে গণসমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী।

উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ হোসেন মুকুলের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শফিকুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার অ্যাডভাইজার বনশ্রী মিত্র নিযোগী, বিশিষ্ট ব্যবসায়ী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলি, মহিদেবের নির্বাহী পরিচালনক শ্যামল চন্দ্র সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগাম জেলা শাখার আহ্বায়ক ও সাংবাদিক শামল ভৌমিক, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সর্দার, নারী সংগঠনের পরিচালক ফরিদা ইয়াসমীন প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. লুৎফর রহমান।

বক্তারা বলেন, পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নারী-পুরুষের মধ্যে সমমর্যাদার ব্যবস্থা করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ করতে নারীর মানবাধিকার সুরক্ষা ও জেন্ডার সমতার প্রসার ঘটাতে পারলে নারী ও কন্য শিশুর প্রতি সহিংসতা হ্রাস করা সম্ভব। এ ব্যাপারে পরিবার পর্যায়ে সবচাইতে বেশি ভূমিকা নিতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *