শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক

Slider সারাদেশ

17324

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। তাদের এই আন্দোলনের কারণে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কোটা সংস্কারের দাবির পাশাপাশি সরকারের দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ‘পুলিশ ও ছাত্রলীগের হামলার’ প্রতিবাদ জানানো হচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে। মঙ্গলবার
রাতের ঘোষণা অনুযায়ী বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার আন্দোলনকারী।

সকাল ১০টায় সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যান। সকাল সাড়ে ১০টায় তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *