আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গ্যাস লাইনে ত্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার ভোর ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার মোহাব্বত আলীর ‘আয়শালজ’ নামে ওই ভবনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আলমগীর (৪০), তার স্ত্রী আফরোজা বেগম (৩২) ও ছেলে আল-আমিন (১১)।
আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল জানান, ভোর ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় মোহাব্বত আলীর দোতলা বাড়ির নিচতলায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ সময় একই পরিবারের তিনজন দগ্ধ হন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।