গাসিক নির্বাচন ভাবনা-৯: আইন ভঙ্গের উৎসবের মাঝেই ৮ এপ্রিল আসছে নৌকার মাঝি

Slider গ্রাম বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

29855768_2062196737360700_1379363629_n

 

 

 

 

 

গাজীপুর অফিস: গাসিক নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন কে পাবেন তা নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হবে ৮ এপ্রিল। ওই দিন পাওয়া যাবে গাসিকের নৌকার মাঝি কে? আজমত না জাহাঙ্গীর না রাসেল। তবে মনোনয়নের গ্রহনযোগ্যতা প্রমানের জন্য সকল প্রার্থীই এখন মাঠে। প্রতিদিন তারা গনসংযোগ করছেন। আর করছেন, মিটিং মিছিল আর সভা। আচরণ বিধি লংঘন হলেও আইন ভঙ্গের কোন কমতি নেই এখন গাজীপুর মহানগরে।

এদিকে গাসিকে দেখা যায়, সকল প্রার্থীরাই প্রচারণা চালাচ্ছেন। তফসিল ঘোষনার পর প্রচারণা চালানোর সময় নির্ধারিত হয়ে যায়। প্রতীক পাওয়ার পর প্রচারণা চালানোর কথা। কিন্তু সকল প্রার্থীরা আচরণ বিধি লংঘন করছেন । অবশ্য ব্যানার ফেস্টুন আর মিছিল মিটিং মনিটরিং এর জন্য  ইতোমধ্যে রিটানিং অফিসার এবং জেলা প্রশাসক যৌথভাবে অভিযান শুরু করছেন। যে কোন মূল্যে আচরণ বিধি সংরক্ষণের চেষ্টা করছেন প্রশাসন।

গাজীপুর সিটিকরপোরেশনের  সাধারণ ভোটাররা বলছেন, আচরণ বিধি লংঘনের মাত্রার উপর নির্ভর করবে কোন প্রার্থী কত ভাল। তো যাই হউক সময় বলে দেবে কে হবে মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *