প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কোচ লরেন্স ব্লাঁ নিশ্চিত করেছেন, শনিবার লিগ ওয়ান ম্যাচে নান্তেস’র বিপক্ষে মাঠে নামবেন দীর্ঘদিন গোড়ালির ইনজুরির মঙ্গে লড়াই করতে থাকা জাতান ইব্রাহিমোভিচ।
শনিবার নিজেদের মাঠে মাইকেল ডার জাকারিয়ানের দলকে আতিথ্য দিবে ফরাসি জায়ান্টরা। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারবে ফরাসি জায়ান্টরা।
গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠা ইব্রাহিমোভিচকে শনিবারের ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে বলে গুঞ্জন উঠে। কেননা, আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে জয়ী দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখবে।
তবে বিশ্রামের গুঞ্জন উড়িয়ে দিয়ে পিএসজি কোচ ব্লাঁ জানিয়েছেন, শনিবারের ম্যাচেই ইব্রাকে খেলানো হবে। তিনি বলেন, “ইব্রা যথেষ্ট বিশ্রামে ছিল। সে এখন ইনজুরি থেকে মুক্ত। শনিবারের ম্যাচের একাদশে তাকে রাখা হবে।”
নান্তেস’র বিপক্ষের ম্যাচটি আগামী মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষের ম্যাচের পূর্ব-প্রস্তুতি হিসেবে দেখছেন পিএসজি কোচ ব্লাঁ। তিনি বলেন, “নান্তেস ম্যাচ বার্সেলোনা ম্যাচের পূর্ব-প্রস্তুতি। এই ম্যাচ দিয়েই সিদ্ধান্ত নেয়া হবে ন্যু-ক্যাম্পে মঙ্গলবারের ম্যাচে কারা খেলবেন আর কারা খেলবেন না।”
প্রসঙ্গত, লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি চলতি মৌসুমের ১৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রযেছে। সর্বোচ্চ ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মার্শেইলে। এক পয়েন্ট কম নিয়ে এরপরই পিএসজির অবস্থান।