গাজীপুর অফিস: গাজীপুরে বাংলাভিশন টিভি চ্যানেলের এক যুগপূর্তি ও ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে এক বর্নাঢ়্য অনুষ্ঠান হয়েছে। কেক কেটে ও শোভাযাত্রা করে ওই অনুষ্ঠান হয়।
আজ বেলা সাড়ে ১১টায় গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে শহরে বর্নাঢ়্য র্যালী হয়।
বাংলাভিশনের গাজীপুর প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ড. এ কে এম রিপন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আলহাজ মহর আলী, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল, সাবেক সভাপতি ইকবাল আহম্মেদ সরকার। অনুষ্ঠানে অগনিত নারী পুরুষ শিশুদের অংশ গ্রহন অনুষ্ঠানকে সমৃদ্ধ করে।