মোঃ লাভলু মিয়া, গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি: আজ জেলার সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ন ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ২টিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যার প্রার্থী বিজয়ী হয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক মুসুল্লী, ভাওয়াগ গড় ইউনিয়নে ধানের শীষের আবু বকর সিদ্দিক বিজয়ী হয়েছেন। অপর ইউনিয়ন পিরুজালীতে স্বতন্ত্র প্রার্থী মঞ্জু সরকার বিজয়ী হন। মঞ্জ সরকার বর্তমান চেয়ারম্যান। তিনি বিগত নির্বাচনে বিএনপি সমর্থিত হিসেবে বিজয়ী হন। এবার আওয়ামীলীগে যোগদান করে নৌকা প্রতীকের জন্য লড়াই করেন। নৌকা না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হন। তিনটি ইউপিতে একটিতে নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল ও দুটিতে নৌকা ছিল।