কোটালীপাড়া পৌরসভায় শেষ মূহুর্তে প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

Slider ফুলজান বিবির বাংলা

Kotalipara News Photojpg

 

 

 

 

এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা সাধরণ নির্বাচনে শেষ মূহুর্তে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ পৌরসভায় মোট ওয়ার্ড রয়েছে ৯টি। তার মধ্যে সাধারণ পুরুষ আসন ৯টি এবং সংরক্ষিত মহিলা আসন রয়েছে ৩টি।

এ বছরই প্রথম সম্প্রসারিত পৌরসভা নির্বাচন হওয়ায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩,৫০৫ জন। এদের মধ্যে নারী ভোটার ৬,৭০৮ ও পুরুষ ভোটার রয়েছে ৬,৭৯৭ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- সংরক্ষিত মহিলা আসন ঃ ১নং (১,২,৩)- আকলিমা বেগম- টেলিফোন, পলি বেগম- চশমা, রুবিয়া বেগম- আনারস, রোকসানা হোসেন- অটোরিক্সা, বেবি রহমান-দ্বীতলবাস। ২নং (৪,৫,৬) – সালেহা খানম- জবাফুল, মিসেস ফাহিমা হোসেন- টেলিফোন, রিনা বেগম- আনারস, রোকেয়া বেগম-অটোরিক্সা, পান্না রানী দাস- চশমা। ৩নং (৭,৮,৯) – রাবেয়া বেগম- আনারস, কাজী হাফিজা- জবাফুল, মাহামুদা খানম- বলপেন, রেখা পারভিন- চশমা প্রতীক পেয়েছেন। এছাড়াও সাধারণ পুরুষ ওয়ার্ড ঃ ২নং – হুমায়ুন কবির- পানির বোতল, জাহিদুল ইসলাম-পাঞ্জাবী, বদিউজ্জামান বাবু- উটপাখি, মোঃ মিরাজ হোসেন- ডালিম।

৩নং- কামাল হোসেন সরদার- পাঞ্জাবী, আলামিন সরদার- উটপাখি। ৪নং – এস এম মিজানুর রহমান মিঠু- উটপাখি, আরিফ শেখ- ব্লাকবোর্ড, রতন কুমার আচার্য্য- পানির বোতল, ইমরান সিকদার-পাঞ্জাবী। ৫নং – আশরাফউজ্জামান ঝন্টু- টেবিল ল্যাম্প, কৃষ্ণ চন্দ্র দে- উটপাখি, দুলাল চন্দ্র সাহা- পানির বোতল। ৬নং- চিন্ময় রতœ- উটপাখি, রফিকুল ইসলাম- পানির বোতল, সঞ্জয় কুমার মজুমদার- টেবিল ল্যাম্প। ৭নং- আলম সিকদার- পানির বোতল, বিভূতি রতœ- পাঞ্জাবী, মো: আক্তারুজ্জামান- টেবিল ল্যাম্প, মো: জয়নাল মিয়া- ডালিম, মো: শহীদুল শরীফ-উটপাখি। ৮নং – ফিরোজ শেখ- উটপাখি, মো: আলম গাজী- পাঞ্জাবী, স্বপন কুমার বসু- পানির বোতল এবং ৯নং – ওয়ালিউর রহমান- উটপাখি, কামাল দাড়িয়া- পাঞ্জাবী প্রতীক পেয়ে শেষ মূহুর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এর আগে গত ১৩ মার্চ সকালে উপজেলা পরিষদ হলরুমে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিয়ম সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন- কোটালীপাড়া পৌর নির্বাচন- ২০১৮ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে তাদের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে, কেউ বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, গত ১২ মার্চ, মেয়র পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী হাজী কামাল হোসেন শেখ কে মেয়র পদে ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নাসির উদ্দিন সরদার কে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *