কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

Slider ঢাকা

Intercity_Train_Tista_Express_(Bangladesh)মো: আবু বক্কর সিদ্দিক সুমন ; উত্তরা প্রতিনিধি :

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও জোয়ার সাহারা এর মধ্যবর্তী স্থানে পায়ে হেঁটে রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম মো: নান্ডা মিয়া (৪৫)। তার পিতার নাম মৃত মঈনউদ্দিন। শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় তার বাড়ি।  মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুড়িল বিশ্বরোড ও জোয়ার সাহারা এর মধ্যবর্তী স্থান রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাচিছল মো: নান্ডা মিয়া (৪৫)। পরে রেললাইন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নান্ডা মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) থানা পুলিশ নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এঘটনায় ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *