আমি কাউকে দোষ দিতে পারবো না : সাকিব

Slider খেলা

shakib-al-hasan_14নিদাহাস ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালের শেষ বলে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। ১৬৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য জিততে শেষ ২ ওভারে ৩৪ রানের প্রয়োজন ছিল ভারতের। ঠিক তখনই অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষে বলে ৬ মেরে দলকে জিতিয়েছেন দিনেশ কার্তিক। ১৯তম ওভারে রুবেলের বোলিংয়ে নিয়েছেন ২২ রান।

রোববার ম্যাচ শেষে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘সৌম্য এবং মুস্তাফিজের শেষ সময়ের স্পেলই আমাদের ম্যাচে ফিরিয়েছে। রুবেল প্রথম ৩ ওভারে খুব ভালো বল করেছে। সবাই ভালো করেছে। কাউকে দোষ আমি দিতে পারবো না। হয়ত দু’টি ওভার খারাপ হয়েছে পুরো ম্যাচে, মিরাজের একটি, আর রুবেলের ওই ওভার। এটা হতেই পারে টি-টোয়েন্টি ম্যাচে। আমি শুধু বলতে পারি, আমি পুরো দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে গর্বিত।’

সাকিব বলেন, ‘মুস্তাফিজ সেই অসাধারণ ওভারটি করার পর, ২ ওভারে ওদের ৩৪ দরকার ছিল। রুবেল আজ ছিল তখনও পর্যন্ত আমাদের সেরা বোলার। ৩ ওভার দুর্দান্ত বোলিং করেছিল। মাত্র ১৩ রান দিয়েছিল। ওর ওপর আমার বিশ্বাস ছিল। অনেকবারই শেষের দিকে দলের জন্য কাজটা করে দিয়েছে ও।’

এদিকে সৌম্যের বোলিং নিয়ে টাইগার দলপতি বলেন, ‘আমার দিক থেকে কোনো নির্দেশনা ছিল না। এসব মুহূর্তে আমি মনে করি কিছু না বলাই ভালো। আমি শুধু ওকে বলেছিলাম, একটু সময় নিতে। কারণ তাড়াহুড়ো করলে যেটা করার কথা সেটা করা হয়ে ওঠে না। সময় নিতে বলেছিলাম। আজকে দিনে ওর যে ৩ ওভার, অনেক দিনে অনেকের চার ওভারের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *