পাইলট আবিদ সুলতানের স্ত্রী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে

Slider ফুলজান বিবির বাংলা

109591_a-1

 

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার সকালে আফসানাকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের তথ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন জানান, আফসানা খানমের ব্রেইন স্ট্রোক হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার অপারেশন হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন। তিনি জানান, হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ড. বদরুল আলমের অধীনে আফসানা খানমের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *