টেকনাফে ইয়াবাসহ ৩ পাচারকারী আটক

Slider চট্টগ্রাম

tkk

 

 

 

 

 

কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যাক্তিকে আটক করেছে। সূত্রে জানা যায়, আজ হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে নৌকা আসতে দেখে কেওড়া বাগানে অবস্থান নেয়। বাগানের পার্শ্বে আসা মাত্রই ৩ জন ব্যক্তি নৌকা থেকে নামার প্রক্কালে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। পরে নৌকাটি দ্রুত গতিতে মিয়ানমারের দিকে চলে যায়।

পাচারকারীরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদেরকে আটক করে।পরে তাদের সাথে থাকা একটি ব্যাগের মধ্যে অভিনব কায়দা লুকিয়ে রাখা সাড়ে ৪৬ লাখ টাকার মূল্যমানের সাড়ে ১৫ হাজার পিস ইয়াবা  উদ্ধার করতে সক্ষম হয়।ধৃত মিয়ানমার নাগরিকরা হচ্ছে মিয়ানমারের মংডু সুধাপাড়া এলাকার বদি আলমের ছেলে মো. জোবায়ের (২০),টেকনাফ সদর বড়ইতলী এলাকার  মৃত. ইকবাল  আহম্মেদের ছেলে দীল মোহাম্মদ  (১৯), একই এলাকার শফিউল্লাহ ছেলে  আনোয়ার হোসেন(১৮)।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *