পরিবর্তনের ধারা অব্যাহত রেখেছে সৌদি সরকার। আর এই ধারাবাহিকতায় আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথমবারের মতো একজন নারীকে ডেপুটি মিনিষ্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই ডেপুটি মিনিষ্টারের নাম ড. তামাদের বিনতে রামাহ।
সোমবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।
সোমবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ডেপুটি মিনিষ্টারের পদ রদবদল করেন। একই সাথে দেশটির কয়েকটি শহরে নতুন মেয়র পদায়ন করা হয়।
নতুন ডেপুটি মিনিষ্টার আল রামাহ ম্যানচেষ্টার ইউনিভার্সিটি থেকে রেডিওলজি ও মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রীধারী বলে জানা গেছে।
এর আগে, ২০১৬ সালে সৌদি আরবের মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি ছিলেন আল রামাহ। তিনি কিং সৌদ ইউনিভার্সিটিতেও একজন ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন। আল আরাবিয়া পত্রিকা এ তথ্য জানিয়েছে।
তথ্যসূত্র: খালিজ টাইমস