নাসির উদ্দিন হারুন; মিঠামইন(কিশোরগঞ্জ) থেকেঃ
যথাযোগ্য মযার্দার সাথে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০১৮ উদযাপিত হয়েছে ।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বতস্পূর্ত ভাবে অংশগ্রহন করে। গোপদিঘী জে, এন ,উচ্চ বিদ্যালয় গোপদিঘীর সকল প্রাথমিক বিদ্যালয়, গোপদিঘী ইসলামীয়া দাখিল মাদ্রাসা, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহন করে । কর্মসূচির মধ্যে অর্ন্তভূক্ত ছিল জাতীয় ও শোক পতাকা উত্তোলন, শোকর্যালি , স্াংস্কতিক অনুষ্টান , আলোচনা সভা ও মিলাদ মাহফিল ।
আলোচণা সভায় বক্তব্য রাখেন নাছির উদ্দিন হারুন , হেলাল উদ্দিন আনছারী , মনিন্দ্র চন্দ্রদাস ,দ¦ীন ইসলাম, আবু হাবিল ,আজিজুর রহমান, বদরুল আমিন খোকন,তাহমিনা আক্তার,তামান্না আক্তার ,আব্দুস সালাম প্রমুখ ।
সাংস্কৃতিক অনুষ্টানে অংশ গ্রহন করেন, তৌশিক, জিহাদ, তালবিয়া, তাসফিয়া, তানিশা, কৃষ্ণা প্রমুখ।
সবশেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করা হয়।