ঢাকা: দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) প্রধান সিরিল রামাফোসা। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা পদত্যাগ করার ২৪ ঘণ্টার মধ্যেই শপথ নিলেন তিনি। পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রামাফোসা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জনগণকে হতাশ না করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’
নয় বছর দায়িত্ব পালন করা সাবেক প্রেসিডেন্ট জুমা বুধবার এনএনসির দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা ভোট প্রস্তাব করার আগেই তিনি সরে দাঁড়ান। দুর্নীতির নানা অভিযোগে নাকাল জুমা কয়েক সপ্তাহ ধরেই দলের তরফে চাপের মুখে ছিলেন। শেষমেশ তিনি পদত্যাগ করেন।
এরপর অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রামাফোসার প্রেসিডেন্ট হওয়াটা একপ্রকার নিশ্চিতই ছিল।
জুমার অধীনে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রামাফোসার পক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকে পার্লামেন্টে প্রধান দুই বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স।