পরমাণু অস্ত্র ক্ষমতা শক্তিশালী করছে পাকিস্তান

Slider সারাবিশ্ব

pak-nukeমার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, কম দূরত্বে আঘাত করার মতো পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে পাকিস্তানে। নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করছে পাকিস্তান।

রিপোর্টে আরও বলা হয়েছে, এই সব ক্ষেপণাস্ত্রের মধ্য সামুদ্রিক ক্রুজ মিসাইল, ব্যালেস্টিক মিসাইল যেমন আছে তেমনই আছে আরও অত্যাধুনিক সমরাস্ত্র৷ শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রই নয়, ছায়া যুদ্ধ চালিয়ে যেতেও মরিয়া পাক সেনা।

মার্কিন রিপোর্টে আরও বলা হয়েছে, অধিকৃত কাশ্মীর বা পাক ভূখণ্ডের কোনও ঘাঁটি থেকে লাগাতার জঙ্গি অনুপ্রবেশ করাতে নতুন পরিকল্পনা নিচ্ছে আইএসআই। এই রিপোর্ট অনুসারে জম্মু–কাশ্মীর উপত্যকায় আরও বড় জঙ্গি হামলা হতে যাচ্ছে৷

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সাঞ্জুয়ানা আর্মি ক্যাম্পে হামলার কড়া জবাব পাবে পাকিস্তান। পরিস্থিতি তার পরেই আরও উত্তপ্ত হয়েছে৷ ইসলামাবাদ থেকে পাক প্রতিরক্ষামন্ত্রী খুররম দাস্তগির জানিয়েছেন, ভারতের যে কোনও পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আছে পাক সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *