এবার চৌরঙ্গী ছবিতে জয়া আহসান

Slider বিনোদন ও মিডিয়া

jaya-ahsan_webপ্রয়াত কিংবদন্তী সুপ্রিয়া দেবী অভিনীত চৌরঙ্গী ছবির চরিত্রটিতে এবার দেখা যাবে জয়া আহসানকে৷ ঢালিউডের শিল্পী আবারও টলিউডে ঝড় তুলবেন৷

গত ২৬ জানুয়ারি প্রয়াণ হয় ভারতের সুপ্রিয়া দেবীর৷ চৌরঙ্গী ছবিতে তাঁর চরিত্র ছিল করবী গুহ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই রিমেক ছবিতে ওই চরিত্রেই থাকছেন জয়া আহসান৷ আর উত্তম কুমার অভিনীত স্যাটা বোস চরিত্রে নতুন করে অভিনয় করবেন প্রসেনজিৎ৷ ছবিতে মিসেস পাকড়াশী চরিত্রে অভিনয় করছেন মমতা শংকর৷

দেশটির সাহিত্যিক শংকরের লেখা বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী৷ ১৯৬২ সালে বের হওয়ার পরেই বাংলা পাঠক মহলে বিপুল সাড়া পড়ে যায়৷ তারপর পাঁচ দশক পার হয়ে গিয়েছে৷ এখনো এই উপন্যাস বাংলার অন্যতম সেরা ক্লাসিক হিসেবেই সুখ্যাতি কুড়িয়ে চলেছে৷ মহানগর কলকাতার চৌরঙ্গী সংলগ্ন বিশাল হোটেল ও তার অন্দরে মিশে থাকা একটার পর একটা চরিত্রের নেপথ্য কাহিনি দিয়েই বাংলার হাই সোসাইটিকে বুঝতে পেরেছিলেন বাঙালি পাঠকরা৷ উপন্যাসের মতোই ছবিটিও ছিল চর্চিত৷ ১৯৬৮ সালে মুক্তি পায় চৌরঙ্গী ছবি৷ তবে নামটি একই থাকবে কিনা তা নিয়ে চূড়ান্ত হয়নি কিছু৷

জয়া আহসান ঢালিউডের পাশাপাশি টলিউডেও সমধিক পরিচিত৷ তাঁর অভিনীত রাজ কাহিনি সাড়া ফেলেছে দুই বাংলায়৷ দেশ বিভাগের পটভূমিতে এই ছবিতে তাঁর সাহসী অভিনয় দর্শকদের চমকে দিয়েছে৷ এছাড়া কৌশিক গাঙ্গুলী পরিচালিত বিসর্জনেও তীব্র আলোচিত হয়েছেন জয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *